বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও

সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠী পরিচালক সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, এফডিসির জনপ্রিয় অভিনেতা আব্দুর রউফ, গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালে পুরাতন শিল্পকলা অডিটরিয়ামটি ভেঙ্গে ফেলার পর থেকে সাংস্কৃতিক চর্চার জায়গা না থাকায় স্থানীয় কৃতি শিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারছে না। ফলে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। আগামী ৩ মাসের মধ্যে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারলিপি জমা দেন।

আরো পড়ুন-

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়