মিরপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৪৭ বার পড়া হয়েছে
মিরপুর সংবাদদাতা
রাজধানীর মিরপুর দারুসসালাম থানার ১২ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীর করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ ঘটিকায় আনসার ক্যাম্প ওয়াকাফ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর, যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর, যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ । বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, , যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম , যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু।
সভাপতিত্ব করেন, দারুসসালাম থানা, যুবদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। সঞ্চালনা করেন দারুসসালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মর্তুজা আলী মিলন ।
এ সময় বক্তারা বলেন দলের মধ্যে যাতে কোন অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা কর্মী প্রবেশ করতে না পারে এদিকে লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে।কোন অবস্থাতেই কোথাও চাঁদাবাজি না করে। চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারী দলের যেই হোকনা কেন তাদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবেনা।
এছাড়া বক্তব্যে আরও বলা হয় কোন অনুপ্রবেশকারী যেন দলের ভিতর ঢুকতে না পারে এবং দলের ভিতর কোন রকম কোন্দল বা নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেদিকে সবার সচেতন থাকতে হবে। সবশেষে বক্তারা জনাব তারেক জিয়ার ৩১ দাফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর গুরুত্ব জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সকল কর্মীদের নির্দেশ দেন।
আরো পড়ুন-
- নান্দাইলের ৩১ মাদ্রাসায় দুম্বার মাংস বিতরণ
- মুক্তাগাছা মুক্ত দিবস পালিত
- মানিকগঞ্জে সাবেক কাউন্সিলর সুভাষ গ্রেপ্তার
দৈনিক প্রলয়/এমএআর