শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সংস্কারের নামে কোন ধরনের ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না, বলে হুশিয়ারি উচচারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। সংস্কার না করে একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষনা করুন। আমাদের সমর্থনে সরকার গঠন করে, দল গঠন করে, ষড়যন্ত্র করে ইলেকশন দিবেন। তা দেশের জনগন সব বুঝে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষনা করেন, তা না করলে বুঝব আপনারা (অন্তবর্তী সরকার) ষড়যন্ত্র করছেন। ১/১১ সরকারের মত জনগনকে ধোকা দিবেন না। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষনা করে জনগণের কাছে ক্ষমতা দিন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বতর্মান অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, সংস্কার করতে হলে যারা পালিয়ে গেছে তাদেরকে বিচারের মুখোমুখি করেন। মনে রাখবেন আওয়ামী ক্ষমতায় এসে জনগণের ধন সম্পদ লুন্ঠন করেছে। সব ধরনের অধিকার হরণ করেছে। আর বিএনপি উদার দল। এই দল জনগনের অধিকার ফেরত দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারের কবল থেকে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন। ৯০ সালে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন দিয়েছেন।
অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবি জানিয়ে সমাবেশের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ইদানিং কেউ কেউ জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের কথা বলছে। কিন্তু জাতীয় নির্বাচনের পূর্বের কোন স্থানীয় নির্বাচন এদেশের জনগন মেনে নেবে না। এটি একটি গভীর ষড়যন্ত্র। এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নির্বাহী সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২টা থেকে দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়। এ সময় খন্ড খন্ড মিছিলে নগরজুড়ে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উচ্ছাসিত দেখা যায়।