মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফুলবাড়িয়ায় জামায়াতের আলোচানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সর্বত্র বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ ব্যবস্থা বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, একজন গুলিবিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতায় একদিনের মধ্যেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ : ভিডিও চিত্র ধারণ লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেফতার শেরপুরে কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার পটুয়াখালীতে গভীর রাতে ফলজ বাগান ও ফসলি জমি কেঁটে ঘেড় খননের চেষ্টা পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ও আব্দুল মান্নান সাময়িক বরখাস্থ

সৌদি আরবে এক সপ্তাহে ২৩ হাজারের অধিক প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে গত এক সপ্তাহে ২৩ হাজার ৮৬৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৬৭ শতাংশ ইউথোপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়