বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যে বিষয়গুলোতে ঐকমত্য আসবে, সেগুলো সংস্কার করতে হবে

প্রলয় ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের ব্যাপারে যে বিষয়গুলোতে ঐকমত্য আসবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেটায় ঐকমত্য হবে না, সেটাতে ভোটের মাধ্যমে যে সংসদ হবে, সেই সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে তা বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ব্যাপারগুলো নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে ও দেশের বাইরে সবার মধ্যে এই চিন্তাই কাজ করছে যে, কবে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। গণতান্ত্রিক অর্ডার ছাড়া কোনো প্রতিষ্ঠানই সাপোর্ট দেবে না। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। সেটা নিয়ে আমরা আরও কীভাবে কাজ করতে পারি তা নিয়ে কথা হয়েছে।

বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠক চলে ঘন্টাব্যাপী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী ও উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল সেক্রেটারি সেবাসতিয়ান রিগার ব্রাউন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়