বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের কৃতি সন্তান রেজাউল মাকছুদ জাহেদীকে স্থানীয় সরকার বিভাগ সচিব নিয়োগ

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ

প্রশাসন ক্যাডারের অত্যন্ত চৌকস ও সুদক্ষ কর্মকর্তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীকে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ ঊর্ধ্বতন নিয়োগ- ১ শাখার উপসচিব জামিলা শবনম ২৪ মার্চ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ হয়।

এর আগে ২০২৪ সালের ৬ অক্টোবর অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হন মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।

তিনি প্রশাসন ক্যাডারের একজন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা।মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসন ক্যাডারের সুদক্ষ ও চৌকস কর্মকর্তা রেজাউল মাকছুদ জাহেদীকে পদোন্নতিতে বৈষম্যের শিকার হন।

তাঁর দীর্ঘ প্রায় ৩০ বছর চাকুরীজীবনে , সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে প্রজাতন্ত্রের একজন সুদক্ষ কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সুনাম রয়েছে ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করার পর যুক্তরাজ্যের ব্রেডফোর্ডশায়ার থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে পিজিডি এবং চীনের সান ইয়েৎ সিন বিশ্ববিদ্যালয় হতে এমপিএ ডিগ্রী অর্জন করেন এবং প্রতিযোগিতামূলক ১৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন।

তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নিজ আটাবর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আবদুল হালিম। তাঁর মরহুম পিতা একজন স্বনামধন্য সুদক্ষ ও আদর্শ শিক্ষক ছিলেন।

পিতা-মাতার ৮ সন্তানের মাঝে তিনি ৬ নম্বর সন্তান। তার স্ত্রী ডাঃ মাহবুবা জাহান , সহযোগী অধ্যাপক হিসাবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। তারা দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়