বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা
রমজানের সুমিষ্ট স্নিগ্ধতায়, ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছিল দৈনিক প্রলয় পত্রিকার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে।
বুধবার (২৬ মার্চ) বিকেল ৪ টায় মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টে দৈনিক প্রলয়ের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক প্রলয় প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে ও মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম (দিদার), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক প্রচার সম্পাদক মো: জাকির হোসেন, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহাম্মেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন মজুমদার, দৈনিক প্রলয়’র নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য এনামুল ইসলাম তুহিন, রাসেল আহামেদ, স্বাধীন দিগন্তর সিনিয়র রিপোর্টার, আরিফুল ইসলামসহ দৈনিক প্রলয় প্রত্রিকার প্রতিনিধিগন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাসহ আরো অনেক অতিথি।
উল্লেখ্য, ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত করেন উপদেষ্টা মনিরুজ্জামান মোল্লা। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা হয়। মোনাজাতের প্রতিটি শব্দে যেন মিশে ছিল ভালোবাসা, আশীর্বাদ আর আল্লাহর সন্তুষ্টি লাভের আকুল আবেদন।
এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল ছিল না, ছিল এক হৃদয়ের বন্ধন, ছিল এক ভালোবাসার মিলনমেলা যেখানে একত্রিত হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল ভেদাভেদ ভুলে, একসঙ্গে, এক অভিন্ন সুরে।