বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইলে বাজার ইজারা নিলামে অনিয়মের অভিযোগ: বিডি উধাও, পুনরায় নিলাম দাবি

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা বাজার ইজারা নিলামে জটিল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দরপত্রের বিডি (ব্যাংক ড্রাফট) উধাও হওয়াসহ প্রক্রিয়ায় অস্বচ্ছতার দাবি করে ক্ষুব্ধ দরদাতা মো. রুহুল আমিন জেলা প্রশাসকের কাছে পুনরায় নিলাম আহ্বানের আবেদন করেছেন।

গত ৪ মার্চ নান্দাইল উপজেলা প্রশাসন বারুইগ্রাম চৌরাস্তা বাজারের ইজারা নিলাম আহ্বান করে। ১১ মার্চ রুহুল আমিন ৬৫,৭৮,৯৮২ টাকা বিডি দিয়ে দরপত্র জমা দেন। ১২ মার্চ নির্ধারিত সময়ে নিলাম খোলা না হয়ে ১৩ মার্চ তা জনসমক্ষে অনুষ্ঠিত হয়। সেদিনই স্থানীয় সাংবাদিক ও উপস্থিত জনগণের সামনে ঘোষণা করা হয় যে, রুহুল আমিনের বিডি সর্বোচ্চ। কিন্তু ২৪ মার্চ ইউএনও অফিসে গিয়ে তিনি জানতে পারেন, তার জমাকৃত ৩৬,১৫,০০০ টাকার ব্যাংক ড্রাফট খুঁজে পাওয়া যাচ্ছে না! ইউএনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শারমিনা ছাত্তার দাবি করেন, “বিডি জমা দেওয়া হয়নি”।

রুহুল আমিন জানান, ইউএনও অফিসের ডাক বক্সের সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা না করেই আমার বিডি গোপন করে কম দামে বাজার ইজারা দেওয়ার চক্রান্ত চলছে। তিনি আরও উল্লেখ করেন, নিলাম প্রক্রিয়ায় জালিয়াতি রোধে তদন্ত ও পুনরায় নিলাম আহ্বানের দাবি জানিয়েছেন এবং জেলা প্রশাসক ময়মনসিংহের কাছে বিষয়টি জরুরি সমাধান চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।

ইউএনও সারমিনা ছাত্তার এবিষয়ে জানতে চাইলে বলেন, উনার (রুহুল আমিন) সাথে সকালে কথা হয়েছে উনি ভুল স্বীকার করেছেন।

এবিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একব্যক্তি জানান, এত অনিয়ম দুর্নীতি কখনো পাইনি। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।

এছাড়াও অভিযোগের পর রুহুল আমিনকে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে কি না, তার নিরাপত্তা এবং নিলামের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়