সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুরে বহিষ্কৃত বিএনপি নেতার ছোট ভাইয়ের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার প্রতি ঘনফুট বালুতে ১টাকা করে চাঁদা দাবি : ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪ টঙ্গীতে আ.লীগের দোসর ভাই-বোন অপরাধ জগতের নিয়ন্ত্রক, পর্ব-১ কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে

আহসান হাবিব, পঞ্চগড়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় গ্রেফতার সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ( ৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরে গত বছরের ২ ডিসেম্বর রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনকে প্রধান আসামী করে ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়