সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুরে বহিষ্কৃত বিএনপি নেতার ছোট ভাইয়ের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার প্রতি ঘনফুট বালুতে ১টাকা করে চাঁদা দাবি : ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪ টঙ্গীতে আ.লীগের দোসর ভাই-বোন অপরাধ জগতের নিয়ন্ত্রক, পর্ব-১ কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন থেকে মাইক্রোবাসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু ঘটেছে।

উক্ত ঘটনায় মাইক্রো আরোহী আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন দুর্ঘটনার নিশ্চিতয়া করে প্রতিনিধি কে বলেন, মাইক্রোবাস চালক সম্ভবত ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল,একসময় সে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্হলেই দুইজন নিহত হন,আহত হন তিনজন।

নিহতরা হলেন,আনোয়ার হোসেন (৬২) ও রহিমা বেগম (৬০)। তাঁরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক,তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ প্রতিনিধিকে আরো জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে  দূর্ঘটনা পতিত হলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রতিনিধি কে বলেন, মাইক্রোবাসচালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনয় নিহতদের কে আইনী প্রকৃয়া শেষে আত্বীয়দের কাঝে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়