সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুরে বহিষ্কৃত বিএনপি নেতার ছোট ভাইয়ের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার প্রতি ঘনফুট বালুতে ১টাকা করে চাঁদা দাবি : ড্রেজার শ্রমিককে পিটিয়ে জখম উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুদক সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪ টঙ্গীতে আ.লীগের দোসর ভাই-বোন অপরাধ জগতের নিয়ন্ত্রক, পর্ব-১ কুড়িগ্রাম জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নুর মোহাম্মদ রোকন, ভ্রাম্যমান

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন নয়ন কুমার সাহা।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রেসক্লাব এবং উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ ও নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়।

তিনি যোগদান করেন ১ ফেব্রুয়ারি) তিনি উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে। ৩৬ তম বিসিএস ক্যাডারে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গাইবান্ধা জেলার সদর উপজেলায় জন্ম নেয়া এই কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভূমি কর্মকর্তা হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেছেন। এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় নয়ন কুমার সাহাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব ও উলিপুর প্রেসক্লাবের সকল কলম সৈনিক।

সাক্ষাৎকালে, উলিপুর পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিক বৃন্দ । নাবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকদের সাথে একত্রিতা ঘোষণা করে বলেন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব পৌরসভার দায়িত্ব যেহেতু পেয়েছি সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়