সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যারা আছেন-মোস্তাফিজুর রহমান মোস্তফা আহ্বায়ক,শফিকুল ইসলাম বেবু ১নং যুগ্ম আহ্বায়ক,হাসিবুর রহমান হাসিব ২ নং যুগ্ম আহ্বায়ক,সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব। এ ছাড়া সদস্য হিসেবে আছেন- তাসভীর উল ইসলাম,মো. সাইফুর রহমান রানা, মো. ওমর ফারুক, আজিজুর রহমান (রৌমারি), আবু বকর সিদ্দিক, আব্দুল বারী সরকার (চিলমারী), আব্দুল আজিজ, নজির হোসেন (ফুলবাড়ী), ডা. ইউনুছ আলী, সহিরুজ্জামান সাজু, এ্যাড. বজলুর রশিদ, আলতাফ হোসেন সদস্য, মিজানুর রহমান পিন্টু, ফিরোজ আহমেদ, রবিউল ইসলাম লেবু, এস এম আশরাফুল হক রুবেল, ইদ্রিস আলী, কফিল উদ্দিন আহম্মেদ খোকন, শাহানুর আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন মোল্ল্যা দুলাল, শাহিন শেখ রঞ্জু, আজাহারুল ইসলাম মানু, আবু হানিফ বিপ্লব, জামিল আহম্মেদ, রাশেদুল ইসলাম রিপন, আরিফুর রহমান আরিফ, আবু তাহের মিয়া, মাহাবুবর রহমান (প্রাক্তন চেয়ারম্যান), আবু মুসা দুলু, আজিজুল হক, সাঈদ আহম্মেদ বাবু, রফিকুল ইসলাম, এ্যাড. আশরাফ আলী, আবু দারদা হেলাল, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, তারিক নাজমুল রোকন, সাইফুদ্দিন আহম্মেদ এ্যাপোলো, হেদায়ত হোসেন এলিস, রেজাউল করিম রেজা (জাগো বাহে পত্রিকা), মাসুদ রানা মাসুদ, আল হামিদুজ্জামান, ডা. মাহাফুজার রহমান মারুফ, ডা. রফিকুল ইসলাম (বাধন), হেলাল আহম্মেদ, রাশেদ-উদ-দৌলা, মো. শফিকুল ইসলাম মোফাচ্ছেল ও এরশাদুল হক।