বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম পৌর বিএনপির পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব ও সদস্য সচিব মোঃ আব্দুল আলীমসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (২৬ মাচর্) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব মোঃ সোহেল হুসনাইন কায়কোবাদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন মোঃ রফিকুল ইসলাম রানা মোঃ রুহুল আমিন খান টিপু, মোঃ ওয়াহেদ রানা, মোঃ ওমর ফারুক, মোঃ জয়নুল আবেদীন মাসুম, মোঃ আলতাব হোসেন, মোঃ মহিবুল হুদা রবিন, জাফরুল হক জনি প্রমুখ।
এছাড়া পৌর বিএনপির সদস্য পদে আছেন- আবুল কালাম আজাদ,মোঃ তাজ উদ্দিন (সাবেক কমিশনার),পাখি সরকার মোঃ রাজু আহমেদ, মোঃ আমিনুল ইসলাম (হাসপাতাল পাড়া), মোঃ নুর আলম,বেলাল হোসেন (তাতী পাড়া), মোঃ মনজুর রহমান মনজু,মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাফর আহমেদ, আব্দুর রহিম ভরসা, মিজানুর রহমান মিজান (তাতীপাড়া), মোঃ মিজানুর রহমান মিজান (পিটিআই), এনামুল হক (হাসপাতালপাড়া), এনামুল হক এনা (হাটিরপাড়), কামরুজ্জামান (জুড়াবান্দা), এনামুল হক এনা (ডাকবাংলা), রাজু আহমেদ (ডাকবাংলা), জুলফিকার আহমেদ লিপন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু (তাতীপাড়া), মোস্তফা কামাল বিজু, জাহিদুল ইসলাম জাহিদ (বকসীপাড়া),মোঃ ফরহাদ হোসেন (হাসপাতাল পাড়া), আব্দুল হালীম,বাবলু মিয়া (ভেলাকোপা), নুর আলম (ভেলাকোপা), আঃ খালেক (নাজিরা) নাদিম আহমেদ (সওদাগর পাড়াা)আনোয়ার হোসেন (হরিকেশ), রাশেদুল ইসলাম (হরিকেশ), জুয়েল আহমেদ লানজু (কলেজপাড়া) প্রমুখ।