সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে বাবা ও দুই বছরের মেয়ে নিহত হয়েছে।কন্যাশিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়।
বুধবার (২৭ই মার্চ) সকাল ১০টার দিকে (বনপাড়া-পাবনা) মহাসড়ক লালপুর উপজেলার গোধড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সুমাইরা খাতুন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে ছেড়ে আসা প্রাইভেটকারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।প্রাইভেটকার চালকের পরিচয় এখনো নিশ্চিত হয়নি । স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।নিহত শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর অজ্ঞাত প্রাইভেট কার চালককে পাঠানো হয়েছে নাটোর সদর হাসপাতালে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।