বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সারাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের সংকট

বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার সংকট দিন দিন গভীর হচ্ছে, আর এ সংকট কেবল রাজধানী ঢাকা বা বৃহত্তর শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। কক্সবাজারসহ সারা দেশে এই সংকটের ব্যাপকতা ছড়িয়ে পড়ছে, যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, এবং গণতন্ত্রের মৌলিক স্তম্ভগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সংবাদপত্রের কার্যালয়ে হামলা, সাংবাদিকদের ওপর শারীরিক আক্রমণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি যে হুমকি, তা আরো জোরালোভাবে তুলে ধরেছে।

কক্সবাজারের বিভিন্ন এলাকা যেমন উখিয়া, টেকনাফ, মহেশখালী, রামু, চকরিয়া ইত্যাদিতে সংবাদমাধ্যমের ওপর আক্রমণের ঘটনা বাড়ছে। এসব এলাকার সাংবাদিকরা রিপোর্টিং করতে গিয়ে বিভিন্ন শাসকগোষ্ঠীর, রাজনৈতিক দলের বা ক্ষমতাসীনদের আক্রোশের শিকার হচ্ছেন। সম্প্রতি কক্সবাজারের কিছু সাংবাদিককে নিজেদের প্রতিবেদন প্রকাশ করার কারণে ভয়াবহ হুমকির মুখে পড়তে হয়েছে, এমনকি কিছু সাংবাদিকের বিরুদ্ধে শারীরিক আক্রমণের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা ভীত হয়ে পড়েছেন, যেহেতু তারা যে খবরটি প্রকাশ করছেন, তা কিছু গোষ্ঠীর বিরুদ্ধে যাবে, তাদের রোষানলে পড়বে।

এছাড়া, কক্সবাজারের বিভিন্ন এলাকায় মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার প্রতিষ্ঠা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেখানে কোনো ব্যক্তিগত আক্রোশ বা বিরোধ মীমাংসায় আইনগতভাবে সহায়তা না পেয়ে জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়েছে। এমন পরিস্থিতিতে সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সরকারের কার্যকর পদক্ষেপের অভাব আরো প্রকট হয়ে উঠছে।

কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার, প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। কক্সবাজারে প্রতিদিনই সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন এবং তাদের ওপর আক্রমণ হতে পারে এমন আশঙ্কা তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। সাংবাদিকদের উপর আক্রমণ কিংবা হুমকির ঘটনা যতই বেড়ে যাচ্ছে, ততই গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং গণতন্ত্রের মৌলিক স্তম্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক অংশ। একদম মূল স্তরে এটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং সুশাসনের ভিত্তি তৈরি করে। কিন্তু কক্সবাজারে বা দেশের অন্য অঞ্চলে যখন সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা হয় এবং সাংবাদিকদের হুমকি দেয়া হয়, তখন তার প্রতিক্রিয়া সরাসরি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় পড়ে। এমন পরিস্থিতি শুধু সাংবাদিকদের জন্য বিপদজনক নয়, বরং এর মাধ্যমে পুরো দেশের গণতান্ত্রিক চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পদক্ষেপ না নিলে তা জনগণের আস্থা ও বিশ্বাস হারানোর কারণ হয়ে দাঁড়াতে পারে।

এমন সংকটময় পরিস্থিতিতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কক্সবাজারসহ সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবাদপত্রের অফিসে হামলার ঘটনা বন্ধ করা, এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি আক্রমণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে, তবে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক কাঠামো একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য কেবল সরকারেরই নয়, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। জনগণ যদি সংবাদমাধ্যমের ওপর আক্রমণের বিরুদ্ধে সোচ্চার না হয়, তবে এটি শুধু গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে না, বরং পুরো দেশকে অন্ধকারে ঠেলে দিতে পারে। অতএব, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষার জন্য সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণকে একযোগে কাজ করতে হবে।

কক্সবাজারসহ সারা দেশে সংবাদমাধ্যমের ওপর আক্রমণ ও সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি যদি অব্যাহত থাকে, তবে এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতন্ত্রের জন্য এক বড় ধরনের সংকট সৃষ্টি করবে। তাই সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা অত্যন্ত জরুরি।

 

কলমে
শাকুর মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়